জঙ্গি আস্তানা সন্দেহে নীলফামারীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। শনিবার ভোর থেকে জেলা সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়ি ঘিরে রেখেছে এলিট ফোর্সটি।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, জঙ্গিরা অবস্থান করছে এমন সংবাদে রাত থেকেই র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। ভোররাতে বাড়িটি ঘিরে রাখে র্যাব সদস্যরা। তাদের সঙ্গে থানা পুলিশ অনেক সদস্যও আশপাশে অবস্থান নিয়েছেন। অভিযান পরিচালনার জন্য রংপুর থেকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ওই এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে। আশপাশের মানুষদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।