আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনার মালিগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও কর্মীদের ওপর সন্ত্রাসী বাহিনীর হামলা, বহিরাগত সন্ত্রাসীদের ইউনিয়নের ভোটারদের ভয়ভীতি প্রদান ও সন্ত্রাসী কার্যালপের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মালিগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো. মুনতাজ আলী (ঘোড়া প্রতীক)। মঙ্গলবার বেলা ১২টায় পাবনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সৈয়দ মো. মুনতাজ আলী বলেন, আমার সমর্থক ও কর্মীদের ওপর স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে হামলা করেছে ও ভয়ভীতি দেখাচ্ছে।
ইতিমধ্যে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী উম্মত আলীর সন্ত্রাসী বাহিনীর হামলায় টেবুনিয়া সিড গোডাউন সংলগ্ন মোড়ে ১জন ও গাছপাড়ায় আমার নির্বাচনী ক্যাম্পে আমার চাচা শ্বশুরসহ ২জন আহত হয়েছে। এদের মধ্যে আমার কর্মী মো. চান মিয়া ও আব্দুল রহিম শেখকে আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্র্ষান্বিত হয়ে একটি মহল বিভিন্ন ষড়যন্ত্রে মেতেছে। তারা বিভিন্ন স্থানে আমার নিরীহ সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা করছে। আমি বিষয়টি পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, র্যাব-১২ কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাবনা সদর উপজেলা ও জেলা নির্বাচন কমিশন অফিস, জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর লিখিত অভিযোগ জানিয়েছি।
এছাড়াও কিছু বহিরাগত সন্ত্রাসীরা পাড়া-মহল্লায় বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। সেই সাথে ভোট দিতে গেলে টেবিল থেকেই সবার সামনে নৌকা প্রতীকে ভোট দিতে প্রভাবিত, শক্তি ও হুমকি প্রয়োগ করছে।
তিনি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে মালিগাছা ইউপি নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বহিরাগত সন্ত্রাসীদের দমন-নিয়ন্ত্রণ, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দৃষ্ঠি আকর্ষণ করেন।
এসময় পাবনায় ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।