উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলে নবগঙ্গা নদীর খনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে খনন কাজের উদ্বোধন করেন নড়াইল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মাশরাফির বিন মর্তুজার পিতা ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা গোলাম মর্তুজা স্বপন। নড়াইল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্ববধানে বঙ্গবন্ধু ছাত্র-যুব প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক রিফাত হোসেন নয়নের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম। লোহাগড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সুমন কুমার রায় প্রমূখ। জানাগেছে, নবগঙ্গা নদীর ২৩ কিলোমিটার খনন করা হবে ২৩ কোটি টাকা ব্যায়ে।