উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে :
নড়াইলে নববর্ষে নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীরা। নড়াইলে স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ-২০২২ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (পহেলা জানুয়ারি) নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম, ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমাউন কবির, বিদ্যালয়ের শিক্ষকগণ, সীমিত আকারে শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। নতুন বছরের বই বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এছাড়া নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নড়াইল কালেক্টরেট স্কুলসহ জেলার সর্বত্র সরকারি -বেসরকারি মাধ্যামিক ও প্রাথমিক বিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও মাদরাসায় পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।