উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্দ হাবিবুর রহমান। শপথ অনুষ্ঠানে চেয়ারম্যানবৃন্দ। এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা গোলাম মর্তুজা স্বপন, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির, নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া প্রমূখ।
শপথ অনুষ্ঠানে চেয়ারম্যানবৃন্দ। সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১২ ইউনিয়নের চেয়ারম্যান, ১৩ ইউনিয়নের সদস্য ও সংরক্ষিত সদস্যবৃন্দ শপথ গ্রহন করেন। চেয়ারম্যান শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্ম হাবিবুর রহমান, ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথবাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১১ নভেম্বর সদর উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৮টিতে আওয়ামীলীগের এবং ৫টিতে সম্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হন। নির্বাচিতরা হলেন, হবখালী ইউনিয়নে টিপু সুলতান (নৌকা), আউড়িয়া ইউনিয়নে এস এম পলাশ (নৌকা), মাইজপাড়া ইউনিয়নে জসিম মোল্যা (নৌকা), মুলিয়া ইউনিয়নে রবীন্দ্রনাথ অধিকারী (নৌকা), কলোড়া ইউনিয়নে আশিষ কুমার বিশ্বাস (নৌকা), চন্ডিবরপুর ইউনিয়নে আজিজুর রহমান ভূঁইয়া (নৌকা), সিঙ্গাশোলপুর সাইফুল ইসলাম হিট্টু (নৌকা), শেখহাটি ইউনিয়নে গোলক বিশ্বাস (নৌকা)। শাহাবাদ ইউনিয়নে জিয়াউর রহমান স্বতন্ত্র (আ’লীগ), বাঁশগ্রাম ইউনিয়নে রফিকুল ইসলাম স্বতন্ত্র (আ’লীগ), ভদ্রবিলা ইউনিয়নে সজিব হোসেন স্বতন্ত্র (আ’লীগ), তুলারামপুর ইউনিয়ন টিপু সুলতান স্বতন্ত্র (আ’লীগ)। বিছালী ইউনিয়ন হেমায়েত হোসেন স্বতন্ত্র (বিএনপি) নির্বাচিত হন।