নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কর্তৃক টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে প্রদান

কর্তৃক টাকা উদ্ধার করে প্রকৃত

নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কর্তৃক টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে প্রদান। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), এর অফিস কক্ষে গত ইং ৭/ ৩/২০২২ তারিখ একটি লিখিত অভিযোগ দাখিল করেন, গত ইং ৭/ ৩/২০২২ তারিখ অজ্ঞাতনামা কে বা কাহারা তাহার বিকাশ নম্বর হইতে ১৯,৭৫০ টাকা নিয়ে নেয়। উক্ত ঘটনায় বাদী অর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। উক্ত বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করিলে পুলিশ সুপার, নড়াইল বিষয়টি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল উল্লেখিত অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযোগ কারীর প্রতরণার মাধ্যমে খোয়া যাওয়া ১৯,৭৫০ টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়।
Exit mobile version