রংপুর বিভাগীয় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা ও ১০ আনা সোনার গহনা জব্দ করা হয়। গত ১৭ অক্টোবর বৃহ¯পতিবার দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের বাংলাদেশের অভ্যন্তরে দোয়ালপাড়া এলাকায় ওই ৬ বাংলাদেশিকে আটক করা হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। আটক করা ব্যক্তিগণ হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাবরি জিনেস্বরী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে গনেশ রায় (৪৩), গনেশ রায়ের স্ত্রী ববিতা রায় (৩৬), তাদের ছেলে দৃশ্য রায় (১০), মাহানপুর গ্রামের ভুট্ট রায়ের ছেলে দেবেন্দ্র রায় (২২), জতমুকুন্দুপর গ্রামের ফনি রায়ের ছেলে জয়ন্ত রায় (১৯) ও মাহানপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে রিপন রায় (১৯)। জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া বিওপি সীমান্ত পিলার ৭৪৯/২০-এস থেকে প্রায় ৩০ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে দোয়ালপাড়া স্থান দিয়ে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। পরে অভিযানে চারজন পুরুষ, একজন মহিলা ও এক শিশুসহ ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বলেন, ভারতে অনুপ্রবেশের উদ্দেশে দিনাজপুরের এক দালাল চক্রকে ১ লক্ষ টাকার বিনিময়ে সীমান্তবর্তী এলাকায় আসেন।
পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ আটক ৬
-
by admin
- Categories: বাংলাদেশ, বিশেষ সংবাদ, রংপুর বিভাগ
Related Content
গজারিয়া ৩ মাদক ব্যবসায়ী আটক;
by admin ২২/০১/২০২৫
ব্রাহ্মণপাড়ায় রান্না করতে গিয়ে আগুনে পুড়ে এক সন্তানের জননীর মৃত্যু!
by admin ২২/০১/২০২৫
অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে দূর্বৃত্তের হামলায় এক যুবক মারাত্মক আহত
by admin ২২/০১/২০২৫
এবারের বইমেলায় আসছে সাব্বির সেন্টু’র ‘‘স্বপ্নভরা দুটি চোখ ও শর্ট স্ক্রিপ্ট’’
by admin ২২/০১/২০২৫