পঞ্চগড় জেলা সভাপতি শ্রমিক নেতা হাছান আলী-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ

আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পঞ্চগড় জেলা সভাপতি প্রবীণ শ্রমিক নেতা মোঃ হাছান আলী-এর (৭১) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, জনাব মোঃ হাছান আলী ইসলামী শ্রম আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দায়িত্বশীল ছিলেন। তিনি ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের তাগিদে পঞ্চগড় জেলার মেহনতি মানুষদের সংগঠিত করেছেন। অসহায় শ্রমিকদের পাশে দাঁড়াতে জেলার তৃণমূলে বারংবার ছুটে গিয়েছেন। তার ইন্তিকালে আমরা একজন শ্রমিকবান্ধব নেতৃত্বকে হারালাম। ইসলামী শ্রম আন্দোলনে তার অবদান আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী ও আত্মীয়স্বজনকে ধৈর্য ধরার শক্তি দান করার জন্য দোয়া করেন।

উল্লেখ্য মরহুম হাছান আলী গতকাল বিকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হোন। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রংপুর মেডিকেল কলেজ থেকে ঢাকায় আনার পথে আজ সকাল ৯:১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মোঃ হাছান আলীর এর ইন্তিকালে আরও শোক প্রকাশ করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর অঞ্চলের পরিচালক গোলাম রব্বানী।

Exit mobile version