শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পতœীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীর আর্থিক সাহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ২৫জনকে এককালীন অনুদানের পঞ্চাশ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকারের সভাপতিত্বে উক্ত এককালীন অনুদানের চেক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চেক বিতরন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।
উপজেলা একািেডমক সুপারভাইজার মোরশেদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সুলতান আহমেদ, উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, পিআইও আবু সোয়েব খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পোল্লাদ কুমার কুন্ডু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, পতœীতলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ লতিফর রহমান, শিবনাধ চৌধরী, গৌতম দে প্রমুখ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হতে প্রাপ্ত অনুদান উপজেলার ২৫টি মন্দির/পূজামন্ডপের অনুকূলে সভাপতি/সেক্রেটারীর হাতে প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার অনুদানের চেক তুলেদেন।