দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বঙ্গবন্ধু পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষকদের একাংশের বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স রুমে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন
পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সন্তোষ কুমার বসু। আরও উপস্থিত ছিলেন সদস্য প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, প্রফেসর এ বি এম মাহবুব মোর্শেদ খান, মোঃ শাহিন হোসেন, যুগ্ন সম্পাদক প্রফেসর ড. মোঃ জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সুজন কান্তি মালী, প্রচার সম্পাদক সৌরভ দেবনাথ প্রমুখ।
লিখিত বক্তব্যে প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, একটি অপশক্তি আমাদের অনুমোদিত কমিটির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে আসছে। ইতোপূর্বে অনুমোদনহীন কমিটি দিয়ে চলছে সংগঠনটি। কমিটির মেয়াদ এক বছর, চালিয়েছে নয় বছর। নতুন কমিটি গঠন নিয়ে বিভিন্নভাবে তালবাহানা করেছে তারা। নতুন কমিটি গঠনের জন্য সংগঠনের সদস্যরা একাধিকবার তাগিদ দিলেও পূর্বেকার মেয়াদোত্তীর্ণ কমিটি কোন উদ্যোগ নেয়নি। পরে কেন্দ্রীয় কমিটির মৌখিক নির্দেশনা মোতাবেক নতুন কমিটি গঠনের উদ্যোগ নিলে বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী শিক্ষকদের দুই-তৃতীয়াংশ সদস্যদের উন্মুক্ত ভোটাভুটিতে কমিটি গঠন করা হয়েছে। এখানে কোন মিথ্যা, অসত্যের আশ্রয় নেয়া হয়নি। পরবর্তীতে সংগঠনের রীতি অনুযায়ী কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদন নেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডাঃ এস এ মালেক এ কমিটির অনুমোদন দিয়েছেন।