পবিপ্রবি’র ২৩ তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ “স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট গ্রাজুয়েট তৈরী” শ্লোগানকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৩ তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে ।
শনিবার (৮ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে দিবসটি উপলক্ষে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য ও বঙ্গবন্ধু’র মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ এবং  বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শাখা ছাত্র লীগ, কর্মচারিগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, দক্ষিনাঞ্চলের জনগনের দোড়গোড়ায় শিক্ষা প্রসারের লক্ষ্যে ২০০০ সালের ৮ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি আরো বলেন দীর্ঘ ২৩ বছরে আমাদের অনেক অর্জন আছে তবে আমরা কাঙ্খিত লক্ষে এখনো পৌছাতে পারিনি। তিনি স্মার্ট  গ্রাজুয়েট তৈরীর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Exit mobile version