পলাশবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩
বায়েজীদ , পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর মিয়া (৩১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ০৩ জন।
সরেজমিনে জানা যায়, আজ সোমবার (১৪ আগস্ট) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা বেপারীপাড়ার জাহাঙ্গীর ও কবিরাজ পাড়ার মতিয়ারদের সাথে জমি নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় ০৩ জনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী ও বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহীম হোসেন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
Post Views: 332