বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এলোপাতারি পিটুনিতে জাহাঙ্গীর আলম (২৮) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনা আরও কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। আজ সোমবার সকাল ১১ টার দিকে পলাশবাড়ী উপজেলার ৯ নং হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা গ্রামের ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত জাহাঙ্গীর আলম ঐ গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে।
এ ঘটনার পর উক্ত এলাকায় পলাশবাড়ী থানা পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছে, নিহত ব্যক্তির আত্মীয় স্বজন ও শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ এবং ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান,সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ আরজু মো.সাজ্জাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান আতিক সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। শোকাহত পরিবারের সদস্যগণ জাতীয় সংসদ সদস্যসহ সকলের নিকট জাহাঙ্গীর হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন। এসময় হত্যাকারীরা যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে সকল সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এদিকে উক্ত ঘটনার বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানান,নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান আছে।
উল্লেখ্য, পার্শ্ববর্তী কবিরাজপাড়া গ্রামের মৃত সিফাত উল্লার ছেলে লালু মিয়া এবং মতিউর রহমান গংদের সঙ্গে জাহাঙ্গীরের পরিবারের জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে সোমবার সকাল ১১ টার দিকে তালুক জামিরা বাজারের দক্ষিণ পাশে লালু মিয়া গংরা জাহাঙ্গীরের উপর হামলা করে। এতে প্রতিপক্ষের হামলায় এলোপাতারি পিটুনি খেয়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম নিহত হয়। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ হতে হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলমান রয়েছে।