পলাশবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন।

বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালুগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায় ২৮ অক্টোবর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে  পলাশবাড়ী পৌরসভার কালুগাড়ি গ্রামের মৃত নবাব আলীর ছেলে মাসুদ রানার বসত বাড়িতে থাকার শয়ন কক্ষসহ মোট  ৮ টি রুমের আসবাবপত্র নগদ অর্থ মালামালসহ সবকিছু পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মাসুদ রানার  পরিবার ঘুমন্ত থাকা অবস্থায় বাড়ির পশ্চিম দুয়ারী আধা-পাকা শয়ন ঘরে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়ির আটটি ঘরে ছড়িয়ে পড়ে।এসময় মাসুদ রানা আগুনের তাপে জাগনা পেয়ে দেখেন তার বসতবাড়ীতে আগুন দাউ দাউ করে জ্বলছে। মাসুদ রানা তার স্ত্রী সন্তান ও মটরসাইকেল বের করে এবং চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। মহুর্তের মধ্যে শয়নঘর সহ ৮ টি রুমে থাকা নগদ টাকা আসবাবপত্র সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয় পরিবারটির।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার পূর্বেই ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে।ক্ষতিগ্রস্ত মাসুদ রানা জানান আমার সারাজীবনের অর্জিত সম্পদ পুরে ছাই হয়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন তিনি।এখন আমার পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই বলেও জানান তিনি।
এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারী ভাবে সাহায্যের প্রার্থনা করেছেন এলাকাবাসী।।
Exit mobile version