পলাশবাড়ীতে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন ও জামায়াত নেতা।

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের মহেশপুর গ্রামের ২০ ফেব্রুযারী বৃহস্পতিবার দিনের দুপুর ২ টার সময় আগুনে পুড়ে তিনটি পরিবারের বসতবাড়ী ভুষিভূত হয়েছে। পরিবার গুলোর দুটি ঘর ও পরিবারের ব্যবহারের সকল আসবাসপত্র মালামাল,নগদ টাকা  পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও একটি বড় গরু আগুনে পুড়ে মারা যায়। এতে প্রায় ১২ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন স্থানীয়রা।
এঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর পরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন পলাশবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লেবু মাওলানা । এসময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ,উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  তারা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ সহায়তা ও সমবেদনা জ্ঞাপন করেন। আগামীতে আরো সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
স্থানীয়দের ধারণা বিদ্যুৎ এর সর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। ঘটনার পর নিমেষেই আগুনে সব পড়িয়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুড়া মালামালের আগুনে পানি নিক্ষেপ করে আগুন কে নিয়ন্ত্রন করে বলে জানা যায়।
উল্লেখ্য,পলাশবাড়ী পৌরসভার মহেশপুর গ্রামের মৃত ইসমাইল হোসেন এর পুত্র আব্দুল জলিল ও তার দুই পুত্রের সহ তিনটি পরিবার আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়েছেন।
Exit mobile version