আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুস্থ অসহায় ২৫৫ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরন করা হয়েছে।
১৮ মার্চ মঙ্গলবার বেলা ১১ টয় কিশোরগাউী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এসব চাল বিতরন করা হয়।
এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার আসাদুজ্জামান দোলন,৬ নং ওয়ার্ড সদস্য ছামিউল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বায়েজিদ, গাইবান্ধা প্রতিনিধি : পলাশবাড়ী সরকারি খাদ্য গুদাম (গোডাউন) থেকে বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ এর চাল ও ১৫ টাকা কেজি দরে ফেয়ার কার্ড এর চালগুলোর সিংহভাগ পঁচা,ঘুলা ও দূর্গন্ধযুক্ত চাল এর ভাত খাওয়ার অনুপযুক্ত। এসব পঁচা ও ঘুলা চাল সরকারি খাদ্য গুদামে কিভাবে ঢুকে এ প্রশ্ন ভুক্তভোগী সহ সচেতন অভিজ্ঞ মহলের।…
এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিরামপুর দিওড় ইউনিয়নে মানুষের মাঝে ভিজিএফের ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার'র ঈদ উপহার প্রতিজন ১০ কেজি ভিজিএফ এর চাল বিতারণের শুভ উদ্বোধন করেন ৪ নং দিওড়…