পলাশবাড়ী পৌরসভা উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন।

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা এলাকায় ১কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ৮টি বিভিন্ন উন্নয়নমূলক পৃথক কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। গত ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও পলাশবাড়ী পৌর প্রশাসক মো.আল-ইয়াসা রহমান তাপাদার এসব
কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।এসময় পৌরসভার সহকারী প্রকৌশলী মর্তুজা এলাহী,মেহেরাব হোসেন জনি ও নির্মাণকাজ বাস্তবায়নে নিয়োজিত সংশ্লিষ্ট ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।
উন্নয়নমূলক কাজ গুলো হচ্ছে ;পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের নুনিয়াগাড়ী গ্রামের মোস্তফা মিস্ত্রীর বাড়ী হতে মতিয়ারের বাড়ী পর্যন্ত সোলিং রাস্তা নির্মাণ, গাইবান্ধা সড়ক হতে ৪ নং ওয়ার্ডের জামালপুর বড় দিঘিরপাড় গামী কার্পেটিং রাস্তার মুখ পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ,৯ নং ওয়ার্ডের হিজলগাড়ী গ্রামের লাল মিয়ার বাড়ীর সম্মুখে আরসিসি বক্স কালভার্ট নির্মাণ, ৬ নং ওয়ার্ডের শিমুলিয়া গ্রামে ব্রিকস ড্রেন ও সোলিং রাস্তা নির্মাণ,১নং ওয়ার্ডের রাঙামাটি কেন্দ্রীয় শ্মশান হতে বিশু চন্দ্রের বাড়ী পর্যন্ত সোলিং রাস্তা নির্মাণ, এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় ৫ নং ওয়ার্ড ভূক্ত পৌরশহরের জনতাব্যাংকের সম্মুখ থেকে কালি-বাড়ি বাজার গুড়হাটি পর্যন্ত আরসিসি ড্রেন এবং আরসিসি রাস্তা নির্মাণ,৯ নং হিজলগাড়ী বকুর মোড় হতে কুমারপাড়া পর্যন্ত প্যালাসাইটিংসহ ৩৫০ মিটার দৈর্ঘ্য সোলিং রাস্তা নির্মাণ,৮ নং ওয়ার্ডের রাইগ্রাম চারমাথা হতে রাইগ্রাম মসজিদ পর্যন্ত প্যালাসাইটিং সহ সোলিং রাস্তা নির্মাণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এডিবি এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে উপরোক্ত নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।কাজ সমূহ ১ মাস হতে সর্ব্বোচ্চ ২ মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে।
Exit mobile version