বায়েজীদ (পলাশবাড়ী) গাইবান্ধা :
গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার মাটেরহাট সাকোয়া নামক স্থানে সিএনজি অজ্ঞাত গাড়ির
মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন ও সদর হাসপাতালে যাওয়ার পথে আরও একজন নিহত হয়েছে।
জানাযায় ১৫ ডিসেম্বর ভোর আনুমানিক ৬ টায় বাড়ি থেকে বের হয়ে চিকিৎসার জন্য রংপুর যাওয়ার
জন্য সিএনজি যোগে পলাশবাড়ীতে আসার পথে ঘটনাস্থলে পৌঁছিলে অপরদিকে থেকে আসা অজ্ঞাত
গাড়ির সঙ্গে মুখামুখি সংঘর্ষ ঘটে।
ঘটনাস্থলে শামিম সরকার (৩৫) পিতা আঃ সালাম।সিমু খাতুন( ৩০) স্বামী শামিম দূর্গাপুর কুপতলা
গাইবান্ধা সদর ওখালাতো ভাই সাকিল (২২) খামার জামিরা ও সদর হাসপাতালে যাওয়ার পথে সোহেল
নামক আরও একজনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান ধারনা করা হচ্ছে ঘনো কুয়াসার
কারনে ঘটনাটি।গাড়ির সন্ধান পাওয়া যায়নি