পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মার্কিন ষড়যন্ত্রের শিকার?

http://www.uniindia.com/news/world/ex-pak-pm-imran-khan-sheikh-hasina-caught-in-similar-conspiracy/3028993.html



 

ঢাকা, ১১ আগস্ট (ইউএনআই) ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো না হলে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেল যুক্তরাষ্ট্র।

ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া, সংক্ষেপে ইউএনআই, ভারতের একটি বহুভাষিক সংবাদ সংস্থা, গত ১১ আগস্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মার্কিন ষড়যন্ত্রের শিকার’ শিরোনামে খবর প্রকাশ করেছে।

খবরটিতে ‘দ্য ইন্টারসেপ্ট’-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাকিস্তান নিরপেক্ষ থাকায় ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছেল।

পাকিস্তানের সরকারি নথির বরাত দিয়ে আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইন্টারসেপ্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নথি অনুযায়ী, মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী সচিব ডোনাল্ড লু গোপন বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাকিস্তানের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। যুদ্ধ বিষয়ে অবস্থান পরিবর্তন না হলে পাকিস্তানের সঙ্গে পশ্চিমাদের সম্পর্কের অবনতি হবে বলে হুঁশিয়ারি দেন লু।

গত বছরের ৭ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তর ও যুক্তরাষ্ট্রে পাকিস্তানি দূতাবাসের দুই কর্মকর্তার মধ্যে বৈঠক হয়। সেখানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী ও বিরোধীদের মধ্যে ক্ষমতার লড়াইয়ের বিষয়টি নিয়ে আলোচনা হয়।

কয়েকদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি সরাসরি বলেছিলেন “আমেরিকা আমাকে সরাতে চায়”।

৯ আগস্ট, ২০২৩ তারিখে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তৃতাকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও বলেন, বিদেশীরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একই রকম বক্তব্য রয়েছে।

এই নথি সম্পর্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জিজ্ঞাসা করা হলে, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, “এই মন্তব্যটি বোঝায় না যে পাকিস্তানের নেতা কে হবেন তা যুক্তরাষ্ট্র নির্ধারণ করছে।” মিলার ওই গোপন বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

গোপন নথি অনুযায়ী, বৈঠক শেষে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান বলেছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইসলামাবাদ ও ওয়াশিংটনের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। এদিকে ইমরানকে সরিয়ে দিলেই সম্পর্ক স্বাভাবিক হবে বলে জানিয়েছিলেন লু।

মার্কিন যুক্তরাষ্ট্রে সেই গোপন বৈঠকের পরের দিন, অর্থাৎ ৮ মার্চ, ২০২১ তারিখে, পাকিস্তানের পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট শুরু হয়। এক মাস পর ক্ষমতা হারান ইমরান।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইমরান মস্কো সফর করেন। দুই সপ্তাহের মধ্যে পাকিস্তান সরকার ও মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা বৈঠকে বসেন। কারণ ইমরানের মস্কো সফরে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র।

এই সভার একদিন আগে এক জনসভায় ইমরান বলেন, “আমরা কি দাস? আপনি কি মনে করেন? আমরা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বন্ধু। আমরা চীনের বন্ধু। ইউরোপও বন্ধু। আমরা কোনো জোটের অংশ নই।” তাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই ষড়যন্ত্রে ধরা পড়েছেন।

Exit mobile version