পাকিস্তানে কাউন্টার টেররিজম অফিসে বিস্ফোরণ, নিহত ১২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে কাউন্টার টেররিজম অফিসে দুটি বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে। এছাড়া ৫০ জনেরও বেশি আহত হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সোয়াট জেলার কাওয়াল শহরে এ ঘটনা ঘটে।

কাবালের একজন পুলিশ কর্মকর্তা শরিফুল্লাহ খান জানান, সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্টে (সিটিডি) বিস্ফোরণে কমপক্ষে ১২ জন মারা গেছে এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গেছে।

তিনি বলেন যে, এটি একটি সন্ত্রাসী হামলা। সিটিডি ভবনের বেসমেন্টে বিস্ফোরক দ্রব্য রাখা হয়। সেখান থেকেই আগুন ধরে ও পরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিল্ডিং কমপ্লেক্সে কাবাল জেলা পুলিশ স্টেশন এবং একটি রিজার্ভ পুলিশ ফোর্সের সদর দফতরও রয়েছে, তবে মূল ক্ষতি হয়েছিল কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট ভবনে।

প্রাদেশিক পুলিশ প্রধান আখতার হায়াত বলেছেন যে, অফিসে একটি পুরানো গোলাবারুদের দোকান ছিল। পুলিশ এটি বিস্ফোরণ ঘটিয়েছে নাকি এটি একটি হামলা কিনা তা খতিয়ে দেখছে।

হায়াত বলেন, নিহতদের বেশিরভাগই কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা। এছাড়া ভবনের পাশ দিয়ে যাওয়া স্ত্রী ও তার শিশুও নিহত হয়েছে। সূত্র: আল জাজিরা

Exit mobile version