রাজশাহী প্রতিনিধিঃ
গত ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার স্থানীয় দৈনিক উপচার পত্রিকাসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে “রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি সম্পত্তি দখলঃ উচ্ছেদ পক্রিয়া বিলল্বিত” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মোঃ দুরুল হুদা।
গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে দুরুল হদা বলেন, প্রকাশিত সংবাদে বলা হয়েছে,রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সরকারি খাস সম্পত্তি দখলমুক্ত করতে দীর্ঘদিন ধরে আবেদন করেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন যে, গোদাগাড়ী উপজেলার ২৩০ নম্বর মোহরাপুর মৌজার আর.এস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত হাল ৫৭ ও ৫৮ নম্বর দাগের পুকুর ও পুকুরপাড়ে দুরুল হুদা নামে এক ব্যক্তি অবৈধভাবে আরসিসি পিলার দিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন যা সত্য নয় বলে দাবি করেন দুরুল হুদা।প্রতিবাদলিপিতে দুরুল হুদা আরো বলেন,উল্লেখিত দাগে আরো অনেক বাড়িঘর রয়েছে,অথচ শুধু তার বাড়ি নিয়ে অভিযোগ ও খবর করা হয়েছে যা ষড়যন্ত্রের সামিল।
এদিকে দুরুল হুদা বলেন, প্রকাশিত সংবাদে তার সম্পর্কে যে খবর প্রকাশ করা হয়েছে তা পুরোটা সত্যি নয়,প্রতিপক্ষ তাকে ফাঁসাতে ও সামাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করতে উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে এমন খবর প্রকাশ করিয়েছেন যা মিথ্যা ও বিভ্রান্তিকর। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নিবেদক
মোঃ দুরুল হুদা