প্রশাসনের নাম ভাঙিয়ে  জলাশয় ভরাট  ?

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ী  উপজেলার রিশিকুল ইউনিয়নের (ইউপি) পলাশী গ্রামে অবৈধ পুকুর খনন এবং পুকুরের মাটি পরিবহন করে সরকারি পাকা রাস্তা নষ্ট করে জলাশয় ভরাট করা হচ্ছে। এ ঘটনায় গ্রামবাসির মাঝে চরম অসন্তোসের সৃষ্টি হয়েছে, বিরাজ করছে উত্তেজনা। গ্রামবাসির অভিযোগ তারা একই সঙ্গে তিনটি অপরাধ করছে। প্রথমত প্রশাসনের অনুমতি ব্যতিত পুকুরের পরিধি বৃদ্ধি, দ্বিতীয়ত পুকুরের মাটিতে সদ্য নির্মিত পাকা রাস্তা নস্ট ও তৃতীযত জলাশয় ভরাট। তারা বলেন,
প্রশাসনের নাম ভাঙিয়ে এসব অবৈধ মাটি বাণিজ্যে করা হচ্ছে।
এদিকে ভেকু মেশিন (মাটিকাটা যন্ত্র) ও অবৈধ ট্রাক্টরের বিকট শব্দে জনজীবন অতিষ্ঠ। অন্যদিকে ট্রাক্টরে মাটি বহনের সময় কাঁদা মাটি রাস্তায় পড়ে রাস্তা নষ্ট ও ধুলাবালিতে পরিবেশ দুষণে বাসা বাড়িতে থাকায় কঠিন হয়ে পড়েছে। রোজার দিনে তাদের এমন অবৈধ মাটি বানিজ্যে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, পলাশী এলাকার বিএনপি মতাদর্শী প্রভাবশালী জনৈক জুয়েল ও তারেক খাঁন প্রশাসনের অনুমতি ব্যতিত গ্রামবাসির বাধা উপেক্ষা ও প্রভাববিস্তার করে জোরপুর্বক পুকুরের কাদামাটি পরিবহন করে কাঁচাপাকা রাস্তা নষ্ট ও পরিবেশ দুষণ করছেন। এ ঘটনায় গ্রামবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী জমির শ্রেণী পরিবর্তন বন্ধ রয়েছে। কোথাও কোনো পুরাতন পুকুর খনন করতে চাইলে তা যথাযথ নিয়ম মেনে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে তারপর অনুমোদন নিতে হয়। সেখানেও বলা থাকে পুকুর খননের মাটি যেনো কোনো পাকা বা কাঁচা রাস্তায় না উঠে। অথচ এসব নিয়মনীতি লঙ্ঘন ও প্রশাসনের নাম ভাঙিয়ে অবৈধ মাটি বানিজ্যে করছে ভেকু দালাল সরনজাই এলাকার আশরাফুল ইসলাম। কিন্ত্ত বিষয়টি যেনো  দেখার কেউ নাই। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  বলেন, অনুমতি ব্যতিত পুকুর পুনঃখননের কোনো সুযোগ নাই জলাশয় ভরাটের তো প্রশ্নই আসে না। তিনি আরো বলেন,এবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে জানতে চাইলে ভেঁকু দালাল আশরাফুল ইসলাম বলেন, নিজের একটি পুকুর বড় ও একটি পুকুর ভরাট করা হচ্ছে এখানে অনুমতি নিতে হবে কেন ? তিনি আরো বলেন, বলেন, মাটি পরিবহন করলে তো রাস্তা নষ্ট হবে, তাই বলে কি মানুষ পুকুর সংস্কার করবে না। তিনি বলেন, রাস্তা নস্ট হলে সরকার ঠিক করবে এখানে সাংবাদিক বা গ্রামের মানুষের সমস্যা কি।#
তানোর প্রতিনিধি
Exit mobile version