ডেস্ক : চলে গেলেন বিজয়েন্দ্র কুমার সিঙ্গল (B. K. Syngal)। ভারতে (India) ইন্টারনেট মাধ্যমে জোয়ার এসেছিল তাঁর হাত ধরেই। তিনি একজন আইআইটি ইঞ্জিনিয়ার (IIT Engineer) ছিলেন। নিজের স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি ইনমরস্যাটকে (INMARSAT) ছেড়ে ১৯৯১ সালে ভিএসএনএল-র দায়িত্ব নেন। তারপরই ভারতের ইন্টারনেট যোগাযোগ মাধ্যমকে এক অন্য উচ্চতায় তুলে নিয়ে যায়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া দেশজুড়ে।
পররাষ্ট্র উপদেষ্টা তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন সেটি ‘গুরুতর’...