মিরসরাই প্রতিনিধি
তৃতীয় বারের মত প্ল্যাটফর্ম ৮৯ মিরসরাই এর বন্ধুত্বের মিলন মেলা
সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ মার্চ) মহামায়া লেকে দিনব্যাপী অনুষ্ঠানে
মিরসরাই উপজেলার ২৭ টি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬ শত এসএসসি-৯৮
ব্যাচের বন্ধুরা এতে অংশগ্রহণ করে। জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু
হওয়া দিনব্যাপী অনুষ্ঠান রাত ৮ টায় র্যাফেল ড্রয়ের মধ্যদিয়ে শেষ হয়।
বক্তব্য, ঢাকা ও চট্টগ্রামের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান,
বন্ধুদের ফটোসেশন, পুরষ্কার বিতরণসহ নানা আয়োজন ছিল দিনব্যাপী
আয়োজনে। প্ল্যাটফর্ম ৮৯ মিরসরাই এর সদস্য সচীব শামীম চৌধুরী ও
আহবায়ক কামরুল হাসান শাহীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য
রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, করেরহাট
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মিরসরাই সদর ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান শামছুল আলম দিদার, মিঠানালা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আবুল কাশেম, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
কামরুল হায়দার চৌধুরী, সীতাকুন্ডের বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান রেহান উদ্দিন প্রমুখ। প্ল্যাটফর্ম ৮৯ মিরসরাই এর সাফায়েত
আহম্মেদ, আশরাফ উদ্দিন, নুর নবী, গিয়াস উদ্দিন, নুরুল করিম,
মোশাররফ হোসেন, আব্বাস উদ্দিন, গোলাম মাওলাসহ অসংখ্য বন্ধুর
সার্বিক তত্বাবধানে প্ল্যাটফর্ম ৮৯ মিরসরাই এর দিনব্যাপী আয়োজন
করা হয়।