ফ্র্যাঞ্চাইজিতে ডাক পেলেন জাহানারা-রুমানা

দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে হংকং আয়োজিত

দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে হংকং আয়োজিত নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। লিগে ডাক পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদ।

আগামী ১ মে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। ৬ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২০টি। যেখানে অংশ নিচ্ছেন ৩৫টি দেশের ৯০ জন নারী ক্রিকেটার।

অলরাউন্ডার জাহানারা আলম জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে টুর্নামেন্টটি খেলতে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন তারা।

তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল দেশ ছাড়ার কথা আছে। সব ঠিক থাকল ফিরব আগামী ১৬ মে। এবার ঈদ দেশের বাইরেই করছি।

জাহানারা আলম খেলবেন টুর্নামেন্টটির দল ফ্যালকনে। আরেক অলরাউন্ডা রুমানার জায়গা হয়েছে বার্মি আর্মিতে।

ছেলেদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ জনপ্রিয়তা পেলেও এখনো সেভাবে নামডাক কুড়াতে পারেনি নারীদের টুর্নামেন্ট। তবুও প্রায় প্রতি বছরই নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজন করে ভার‍ত আর অস্ট্রেলিয়া। এবার ওই তালিকায় নাম তুলতে যাচ্ছে হংকং।

Exit mobile version