বইমেলায় আরাফাত শাহরিয়ারের শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘খুদে গোয়েন্দাদের সফল অভিযান’

শাহরিয়ারের শিশু-কিশোর গল্পগ্রন্থ

অমর একুশে গ্রন্থমেলা ২০২২ উপলক্ষে প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক ও লেখক আরাফাত শাহরিয়ারের শিশু-কিশোর গল্পগ্রন্থ
‘খুদে গোয়েন্দাদের সফল অভিযান’। বইটি প্রকাশ করেছে খ্যাতনামা প্রকাশনা সংস্থা ‘অন্যধারা’, প্রচ্ছদ ও অলংকরণ করেছেন
মানবেন্দ্র গোলদার। শিশু-কিশোরদলের দুরন্তপনা, দুঃসাহসী অভিযান, গোয়েন্দা কাহিনি ও ভূতের মজার মজার গল্প আছে
বইটিতে। আছে ইট-পাথরের যান্ত্রিক নগরীতে চার দেয়ালে বন্দি মা-হারা অন্তুর গল্প; মেঘের রাজ্যে যে মাকে খুঁজে বেড়ায়! কথা
বলা রোবট বানিয়ে তাক লাগিয়ে দেওয়া খুদে বিজ্ঞানী রবিনের সঙ্গে পরিচয় হবে বইটিতে। দেখা হয়ে যাবে প্রাণিপ্রেমী প্রিয়ন্তী,
শীতার্তদের পাশে হাত বাড়িয়ে দেওয়া আর্য ও ওর বন্ধুদের সঙ্গে।
বইটিতে ভিন্নস্বাদের দশটি গল্প আছে। গল্পগুলো হলো ‘ভূত বিতাড়ন কমিটি’, ‘ভূতের সন্ধানে ভূত’, ‘খুদে গোয়েন্দাদের সফল
অভিযান’, ‘ভয়াল মৃত্যুপুরী, ‘মেঘ ও মায়ের গল্প’, ‘রবিনের রঙিন রোবট’, ‘শীতের বুড়ি ও আর্যর গল্প’, ‘প্রিয়ন্তী ও তার পোষা
বিড়ালছানা’, ‘খুদে গোয়েন্দা মৃন্ময়’ ও ‘ছোটদের রাগ করতে মানা নেই’। গল্পগুলো দৈনিক প্রথম আলোর ‘গোল্লাছুট’, সমকালের
‘ঘাসফড়িং’, ইত্তেফাকের ‘কচিকাঁচার আসর’, জনকণ্ঠের ‘ঝিলিমিলি’, ভোরের কাগজের ‘ইষ্টিকুটুম’, খোলা কাগজের ‘ইচ্ছেডানা’
পাতা ও ‘কিশোর বাংলা’ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
খুদে গোয়েন্দাদের সফল অভিযান’বইটির গল্পগুলো শিশু-কিশোরদের সামনে খুলে দেবে ভাবনার নতুন দুয়ার। ওদের নিয়ে যাবে
কল্পময়, স্বপ্নময় জগতে। বইটির মলাটমূল্য ১৬০ টাকা, বইমেলায় ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে অন্যধারার স্টলে (স্টল নম্বর
৩১৩-৩১৬)। ঘরে বসে রকমারির ১৬২৯৭ ও ০১৫১৯৫২১৯৭১ নম্বরে ফোন করে ও অনলাইনে অর্ডার করা যাবে নিচের লিংকে-
www.rokomari.com/book/213169

Exit mobile version