বিনোদন ডেস্ক : টাকা চুরির অভিযোগে কলকাতা বইমেলা থেকে এক মহিলাকে গ্রেফতার করলো পুলিশ। শনিবার ওই মহিলার কাছ থেকে ৬৫ হাজার ৭৬০ টাকা এবং অনেকগুলি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার নাম রূপা দত্ত। তিনি নিজেকে বলিউডের অভিনেত্রী হিসাবে দাবি করেন। তার বাড়ি কলকাতার কালীঘাট এলাকায়।
শনিবার সন্ধ্যায় কলকাতা বইমেলায় রূপার সন্দেহজনক গতিবিধি লক্ষ করেন টহলরত পুলিশকর্মীরা। দেখা যায়, তিনি বেশ কয়েকটি মানিব্যাগ আবর্জনা স্তূপে ফেলছেন। এই ঘটনার পরই রূপাকে আটক করে পুলিশ। তাকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, নিজেকে বলিউডের অভিনেত্রী বলে দাবি করছেন তিনি। তার কাছ থেকে প্রচুর মানিব্যাগ পাওয়া যায়। নগদ টাকাও পাওয়া যায়।
রূপার বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তর বিধাননগর থানার পুলিশ। এর পাশাপাশি রূপার কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়। তা থেকে পুলিশ জানতে পারে, কবে, কোথা থেকে কত টাকা তিনি হাতিয়েছেন। সেখানে বইমেলা ছাড়াও কলকাতার অনেক জনবহুল এলাকার নাম পাওয়া যায়। এমনকি ওই ডায়েরিতে খরচের বিবরণ দেওয়া রয়েছে। ডায়েরিতে আরও কয়েকটি তথ্য উঠে আসে সেগুলি খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, রূপা দত্ত ২০০৫ সালে টলিউড সিনেমা ‘সাথী’তে অভিয়ন করেন। এরপর পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে। একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তবে জনপ্রিয় হন ‘জয় মা বৈষ্ণোদেবী’ সিরিয়ালে অভিনয়ের জন্য। বিভিন্ন সময় একাধিক বিত’র্কে জড়িয়েছেন তিনি। ২০১৪ সালে অনুরাগ কাশ্যপের বিরু’দ্ধে যৌ’ন হেনস্তার অভিযোগ এনেছিলেন এই অভিনেত্রী। যদিও সেই অভিযোগ ধোপে টেকেনি।