বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বদলিজনিত কারণে চার কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ও নবাগত দুই কর্মকর্তাকে মঙ্গলবার দুপুরে বরণ করা হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনর (ভূমি) ¯িœগ্ধা দাস, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. শিহাব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সরোয়ার জাহানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
একই সঙ্গে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ও উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল হাসানকে বরণ করে নেওয়া হয়।
বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুরর্ ফ তালুকদার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিদায়ী এসিল্যান্ড ¯িœগ্ধা দাস, নবাগত এসিল্যান্ড মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, বণিক সমিতির সম্পাদক আবদুল হামিদ প্রমুখ।
এই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল-আমিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত...