বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহমুদুল আলম বাবুর পক্ষে গণসংযোগ করেছেন সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান পান্না।
শনিবার দিনব্যাপি নিজ ইউনিয়ন সাধুরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করে নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান পান্না।
এসময় তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন পাশাপাশি সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে শেখ হাসিনা মনোনীত প্রার্থী মাহমুদুল আলম বাবুকে আগামি ৫ জানুয়ারি নির্বাচনে বিজয়ী করতে নৌকা প্রতীকে ভোট চান।
আচ্চাকান্দি গ্রামে মতবিনিমিয়কালে শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্তি আইজিপি মোখলেসুর রহমান পান্না।
এসময় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী আলী আকবর, সমাজেসেবক জামিল আল হোসাইন, প্রধান শিক্ষক এমএইচ কবির, সাবেক প্রধান শিক্ষক আনিছুর রহমান নান্নু , সমাজসেবক গাজী মো. এনামুল কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাচ্চু খান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী মো. শামীম সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শুক্রবার রাতে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী বাজারে স্থানীয় এলাকাবাসী ও ভোটারদের সাথে মতবিনিময় করেন সাবেক এই পুলিশের শীর্ষ কর্মকর্তা ।
‘বিএনপি আরেকটি ১/১১ চাইছে’ বললেন উপদেষ্টা নাহিদ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও...