বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এ উপলক্ষে বদলগাছী ডাকবাংলোয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কর্তন, আলোচনা সভা, বঙ্গবন্ধু সহ সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর একটি র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এসে মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমারের সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহীন মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর কিশোর, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলম, সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম সাজু, উপজেলা কৃষকলীগের সভাপতি সানাউল ইসলাম হিরো, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা যুব মহিলালীগের সভাপতি মমতাজ বেগম, বদলগাছী বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমান হোসেন প্রমূখ।
উলিপুরে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটচাষীদের দিনব্যাপী প্রশিক্ষন...