আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে মারা গেল ৩টি গরু এবং অগ্নিদগ্ধ গরুর মালিক। ঘটনাটি ঘটেছে রোববার বিকাল সাড়ে ৪টার পর উপজেলার সেনপাড়া গ্রামে। জানা যায় সেনপাড়া গ্রামের মকছেদ আলীর পুত্র সামাদুল মন্ডল (৪২) এর ঘরের পাশে বেড়া দিয়ে ঘিরে গরু রাখার জায়গা করে। সেখানে ছোট-বড় ৩টি গরু ছিল। মশা তাড়াতে গোয়াল ঘরে কয়েল দিয়ে রাখা হয়। হঠাৎ বিকাল সাড়ে ৪টার পর গোয়াল ঘরে দাউদাউ করে ঘরে আগুন জ্বলে উঠে। এসময় গরু রক্ষা করতে সামাদুল ছুটে আসে। ৩টি গরু নিমিশেই পুড়ে মারা যায়। সামাদুল নিজেও মারাত্বক ভাবে অগ্নিদগ্ধ হয়ে প্রথমে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্স পরে নওগাঁ সদর হাসাপাতালে না হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গরুর আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিভায় ততক্ষনে সব পুড়ে শেষ। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি।
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা
২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে সরকার। রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে...