বদলগাছীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, প্রাণি সম্পদ কর্মকর্তা রিপা রানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা রাজীব আহমেদ, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী, সাংবাদিক আবু রায়হান প্রমূখ। শেষে কৃষি অফিস প্রাঙ্গণে বদলগাছী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রেজাউল করিম গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ড ঘটলে তা কিভাবে নিভানো যায় তার উপর বিভিন্নভাবে মহড়া দেন।

 

Exit mobile version