আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজলা বিএনপি আনন্দ মিছিল করেছে। ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের উচ্চ আদালত কর্তৃক খালাস পাওয়ায় সোমবার বেলা ১১টায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা ৪ মাথা মোড়ে বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী।