আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন প্রধান অতিথি নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে ৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রাকিব মিয়া ও রাকাব এর নওগাঁ কার্যালয়ের জোনাল ম্যানেজার রুহল আমিন। উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। উপজেলার মোট ৫৫৮০ জন কৃষকের মধ্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
অপরদিকে একই স্থানে গত ৪ নভেম্বর থেকে তিন দিন ব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত মেলায় উপজেলা পর্যায়ে অবস্থিত সরকারী-বেসরকারী ৯ টি ব্যাংক ষ্টল বসিয়ে কৃষি ঋণ প্রাপ্তির সুযোগ-সুবিধা সম্পর্কে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অবগত করণসহ কৃষি ঋণ বিতরণের প্রস্তুতি গ্রহন করলে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের মাঝে ব্যাংক ঋণের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, কৃষকরাই দেশের সম্পদ। তারা কৃষি পূর্ন উৎপাদনের মাধ্যমেই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করছেন। শস্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলাকে আরও এগিয়ে নিতে কৃষকদের খাদ্য শস্য উৎপাদনে সহায়তা করার লক্ষ্যে কৃষি ঋণ মেলার আয়োজন করা হয়েছে। কৃষি ঋণ মেলায় কৃষকদের আগ্রহ দেখে আমি অভিভূত হয়েছি। এখানকার অভিজ্ঞতাতে কাজে লাগিয়ে পর্যায়ক্রমে নওগাঁ জেলার প্রত্যকটি উপজেলায় কৃষি ঋণ মেলা করা হবে। যাতে জেলার সকল কৃষককুল উপকৃত হয়ে খাদ্য শস্য উৎপাদনে নওগাঁকে আরও সমৃদ্ধ করে।
সাপাহারে নবাগত ইউএনও’র সাথে বিএনপির সৌজন্য সাক্ষাৎ
আলমগীর হোসেন, সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাপাহার উপজেলা...