আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের পাশাপাশি শহীদ আমজাদ হোসেন সড়ক হতে পারে অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র। বদলগাছী-আক্কেলপুর সড়ক প্রশস্ত করণ কাজ চলছে। আঞ্চলিক এই মহাসড়কটি ১২ ফুট হতে ১৮ ফুটে উন্নীত করা হচ্ছে। প্রশস্ত করণ হবে জন্যই সড়ক ও জনপদ বিভাগের নির্দেশে উপজেলা বরেন্দ কর্তৃপক্ষ এই সড়কের দু’পাশে সকল প্রকার গাছ কেটে ফেলা হয়। রয়ে যায় শুধু সড়কের দুপাশে তাল গাছের সারি। অন্যান্য গাছ কেটে ফেলার পরই সারি সারি তাল গাছের অপূর্ব সৌন্দর্যে ফুটে উঠে সড়কের দু’পাশে যা পথ চারীদের দৃষ্টি কেড়ে নেয়। এলাকাবাসী জানায় সড়ক প্রশস্তকরণ কাজ শেষ হলেই পিচঢালা রাজপথের দুপাশে ফুটে উঠবে সারি সারি তাল গাছের দৃষ্টিনন্দন ও অপরূপ সাজ সমারহ। এ সড়কের নাম করণ করা হয় শহীদ বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। ইতো মধ্যে সড়কের প্রশস্ত করণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। সাড়ে ১০ কিলোমিটার সড়ক নির্মানে বরাদ্ধ করা হয় ৩৭ কোটি ৫৬ লাখ টাকা। কাজটি বাস্তবায়নে দায়ীত্ব পেয়েছে তোমা কন্ট্রাকশন কোঃ লিঃ।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সুত্র অনুসারে ২০১৮ সালের বর্তমান সরকারের নির্বাচনী ইসতেহারে বলা হয়েছে আমার গ্রাম আমার শহর। গ্রামে শহরের সকল সুযোগ সুবিধা সাধারণ মানুষ পাবে। সেই আলোকে ২০২১ সালের ২৯ জুন ভার্চুয়ালী গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। বলা হয়েছিল পর্যটনের মাধ্যমে গ্রামীন জনগোষ্টীর উন্নয়নে সারাদেশে ৬০টি উপজেলা বেছে নেওয়া হয়। এর মধ্যে রয়েছে বদলগাছী উপজেলা। গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর। গ্রামে বৈচিত্রময় জীবন ধারা রয়েছে। রয়েছে আবহমান বাংলার লোক সংস্কৃতি। আরো রয়েছে ঐতিহ্যবাহী গ্রামীন খাবার পিঠা পার্বণ মেলা উৎসব। এই অসাধারণ বৈচিত্রময় গ্রামীন জীবন যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এই আলোকে সিদ্ধান্ত নেয় ট্যুরিজম বোর্ড গ্রামীন অবকাঠামোর উন্নয়নে রাস্তাঘাটসহ যে কোন নির্মান কাজ দর্শনীয় বা পর্যটন আকারে গড়ে তুলতে হবে। সারি সারি তাল গাছের সৌন্দর্য্যে অন্যতম দর্শনীয় যোগাযোগ মাধ্যম গড়ে তোলা সম্ভব বদলগাছী আক্কেলপুর সড়ক। সড়কের প্রশস্তকরন কাজের পাশা পাশি পর্যটন আকারে তাল গাছ সংরক্ষন করে সরকারী ভাবে প্রদক্ষেপ নিলে এই উপজেলার প্রাচীন ইতিহাস সমৃদ্ধ ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর এবং ঐতিহাসিক হলুদ বিহারের পাশাপাশি বদলগাছী আক্কেলপুর সড়ক হতে পারে ভ্রমন পিপাষু পর্যটক দর্শনার্থীদের কাছে অন্যতম দর্শনীয় যোগাযোগ মাধ্যম। এলাকাবাসী সড়ক নির্মান কাজের গুনগতমান ঠিক রেখে তাল গাছগুলো পরিস্কার পরিচ্ছন্ন করে পর্যটন আকারে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। এ বিষয়ে শহীদ আমজাদ হোসেনের বড় ছেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু জানান এই সড়কটি আমার বাবা শহীদ বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন নামে নাম করণ ও নাম ফলোকের উদ্বোধন করা হয়েছে। সড়কের দু’পাশে সারি সারি হয়ে যেভাবে তাল গাছ হয়ে উঠেছে সেগুলি সংরক্ষনের পাশাপাশি পরিস্কার করা প্রয়োজন। সড়ক প্রশস্তকরণের কাজ চলছে সেই সাথে দু’পাশে মাঝে মাঝে বসার জায়গা করা গেলে পথচারীদের বিশ্রামের সুযোগ পাবে। পাহাড়পুর হলুদ বিহারের পাশাপশি শহীদ আমজাদ হোসেন সড়ক দর্শনার্থীদের কাছে ভিন্ন মাত্রায় পরিচিতি লাভ করবে। এ বিষয়ে নওগাঁ জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান এর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান আমরা সড়ক প্রশস্তকরণের কাজ করছি তবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বা অন্য কোন সংগঠন পর্যটনের কাজ করেন তাহলে আমার দপ্তরের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।
নাটোরে কৃষি মেলাতে আ’লীগ সরকারের বাণী প্রচার, তীব্র ক্ষোভের মুখে প্রত্যাহার!
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলায় ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের প্রচার ও বাণী সম্বলিত কৃষিকথা প্রচার করায় তীব্র ক্ষোভ...