নাটোর প্রতিনিধি:
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সমবায় প্রতিষ্ঠান নাটোরের বড়াইগ্রামের ‘বনপাড়া খ্রিস্টান কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.’এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে বনপাড়া লুর্দের রানী মা মারীয়া চার্চে বিশেষ খ্রিস্টযাগ ও পরে ক্রেডিট ভবনের সেন্ট লু্ইস গঞ্জাগা হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সেক্রেটারী পদ্মিনী কস্তা’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি বনপাড়া খ্রিস্টান ধর্মপল্লীর প্রধান পাল—পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, কারিতাসের সাবেক আঞ্চলিক পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রবীণ সমবায়ী নেতা গাব্রিয়েল কস্তা, ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সেন্টু পল কস্তা ও অন্যান্যদের মধ্যে সন্ধ্যা পিরিছ, আব্রাহাম ক্রুশ, জন কোড়াইয়া প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ক্রেডিট ইউনিয়নের জেনারেল সেক্রেটারী শান্ত পালমা, ম্যানেজার কাজল রোজারিও, প্রাক্তন জেনারেল সেক্রেটারী সমীর পালমা, ট্রেজারার সুবীর গ্রেগরী সহ পরিচালক বোর্ডের সদস্যগণ ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।