বরগুনার আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড।।  নিহত-১, আহত-২।।

মোঃ মিজানুর রহমান মিজান, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলীর ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর তারিকাটা (যুগিয়া-কলাতলার খাল) গ্রামের মরহুম হাসন আলী হাওলাদারের পুত্র হানিফ হাওলাদারের ঘরে  গত ১১/০৪/২৪ তারিখ গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে হানিফ হাওলাদার(৪২), তার স্ত্রী রানী বেগম(৩৫) আগুনে পুরে গুরুতর আহত হয়েছে এবং ৫ বছরের শিশু হাবিবা পুরে কয়লা হয়ে গেছে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ঘটনা স্থানা আসে। গুরুতর অবস্থায় হানিফ হাওলাদারকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রানী বেগমের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে। আমতলী থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছে।

Exit mobile version