বরগুনার তালতলীতে সন্ত্রাসীদের আতংকে আতংকিত মুক্তিযোদ্ধাসহ গ্রামবাসী ।।

প্রশাসনের হস্থক্ষেপ কামনা

 

 

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে সন্ত্রাসীদের আতংকে আতংকিত

গ্রামবাসী ।  মুক্তিযোদ্ধা আ: গনি তালুকদারসহ নিরীহ মানুষের  জমি দখলের পায়তারা করছে স্থানীয় ভূমি দস্যুরা। ২০ বছরের ফেরারি, খুনি,ডাকাত, সন্ত্রাসী ও একই গ্রামের নিরীহ মানুষের ২০ বিঘা জমি জবর

দখলকারী ছালাম খা, রশিদ খা, ইলিয়াস খা, লিমন খা, লুৎফা বেগমদের দৌড়াত্মে গাববাড়িয়া গ্রামবাসী

আতংকিত।

জানাগেছে, বরগুনার তালতলী উপজেলার গাববাড়িয়া গ্রামের আবদুল আজিজ তালুকদার গং,

ছয়জদ্দিন তালুকদার গং, এছাহাক তালুকদার গং, তরাব আলী খা গংদের ২০ বিঘা জমি ছালাম খা, রশিদ খা,

ইলিয়াস খা, লিমন খা, লুৎফা বেগমদের জবর দখল করে ভোগ করে আসছে। এনিয়ে জমির প্রকৃত মালিক ও

ভূমিদস্যু ছালাম খা গংদের সাথে বিরোধ চলমান রয়েছে। ভূমিদস্যু ছালাম খা গংদের নামে কোন

সঠিক কাগজপত্র বা দলিলপত্র নেই বলে জানাযায়। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল গনি তালুকদারের রেকর্ডীয় প্রায় ৫ বিঘা জমি

৬/৭ বছর আগে ধান করারি হিসেবে ভূমিদস্যু ছালাম খা চাষাবাদ করে। পরাপর ৫/৬ বছর সে করারের ধান পরিশোধ

করলেও গত ২ বছর যাবৎ ধান দিচ্ছে না এবং জমিও ছাড়ছে না। উল্টো করারের ধান চাইলে প্রাণ নাশের হুমকি

দিচ্ছে। ভূমিদস্যু ছালাম খার স্ত্রী লুৎফা মুক্তিযোদ্ধা মরহুম আবদুল গনি তালুকদারের পুত্র,বধূ ও নাতিকে খুনের

হুমকি দেয় যা মোবাইল ফোনে ধারনকৃত রেকর্ডে সংরক্ষিত আছে। ভূমিদস্যু ছালাম খা গংদের অবাক-করা

ইতিহাস আছে। ছালাম খার পিতা আমজেদ খারা ২ ভাই। অপর জন ফজলে খা। এরা ২ ভাই পরিবার পরিজন নিয়ে আজ

থেকে ৭০/৭৫ বছর আগে পটুয়াখালী থেকে গাববাড়িয়া গ্রামে কাজের খোজে আসেন এবং বিভিন্ন

বাড়িতে কাজকর্ম করে এক পর্যায়ে খানজে আলী তালুকদারের এক খন্ড পতিত জমিতে অস্থায়ী বসতী স্থাপন করে।

অতপর বাড়ির সংলগ্ন ১৬ বিঘা জমি বর্গা, একসনা ইজারা, ধান করারির মাধ্যমে খানজে আলী তালুকদারের

Exit mobile version