সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান)ঃ বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড প্রাপ্ত প্রিয়দর্শী বড়–য়াকে লামামুখ উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি সারাদেশে ৬৪ জেলা থেকে ৬৪জন সাংবাদিককে মিডিয়া এ্যাওয়ার্ড‘২১ দেয় বসুন্ধরা গ্রুফ। লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়–য়া এই এ্যাওয়াড পাওয়ায় বৃহস্পতিবার বিদ্যালয়ের পক্ষথেকে বিদ্যালয় মিলনায়াতনে ২০২২সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এলক্ষে প্রধান শিক্ষক আব্দর শুক্কুরের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন,সংবর্ধিত অতিথি প্রিয়দর্শী বড়ুয়া,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহাব উদ্দিন রিটু,সিনিয়র শিক্ষক বিতান বিকাশ বড়ুয়া,আবু বকর সিদ্দিক,শাহানা আক্তার,মোহাম্মদ আলী,শাহীন ফরহাদ,আল মামুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সিনিয়র শিক্ষক অচ্যু দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সংবর্ধিত অতিথি প্রিয়দর্শী বড়ুয়া,বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাহাব উদ্দিন রিটু, প্রতিষ্ঠাকালীন ও সিনিয়র শিক্ষক বিতান বিকাশ বড়ুয়া।পাঁচ বছরের স্মৃতিচারণ করে পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আইরিন আক্তার,আকলিমা আক্তার,বুলবুল আক্তার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দর শুক্কুর তার সমাপনি বক্তব্যে বলেন,প্রতিষ্ঠাকালিন সময় থেকে অনেক কষ্ট ও ধৈর্য্যসহকারে স্বচ্চতার সহিত বিদ্যালয়কে এ পর্যন্ত নিয়ে এসেছি।নান্দনিকতার ছোঁয়ায় আধুনিকমানের ভবনসহ তরুণ শিক্ষক সমন্বয়ে বিদ্যালয় আজ স্বয়ংসম্পুর্ণ।তরুণ শিক্ষকদের আহবান করে তিনি আরও বলেন,আমার চাকরি আর বেশিদিন নেই।আপনারা উদ্ভাবনী শক্তি ও স্বচ্চতা দিয়ে এ বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তুলবনে।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক।
বিশ্ব বাজারে সোনার দাম আরও বাড়লো
বিশ্ব বাজারে আরও বেড়েছে সোনার দাম। মূলত মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার (১৯...