বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে সংসদীয় পদ্ধতি। গণতান্ত্রিক ব্যবস্থা একটা কক্ষবিশিষ্ট পার্লামেন্ট। এর নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদে জনগণের দ্বারা নির্বাচিত ৩০০ জন প্রতিনিধি থাকে। তাছাড়া মহিলাদের জন্য সংরক্ষিত ৫০ টিকে আসন রয়েছে। সর্বোমোট ৩৫০ টিকে সংসদীয় আসন রয়েছে।
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা
অর্থনৈতিক সমীক্ষা – অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৫ কোটি ১৬ লাখ। ২০১১ সালের আদমশুমারী রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। মোট জনসংখ্যার ৭,৪৭,৯১,৯৭৮ জন পুরুষ, ৭,৪০,৮০,৩৮৬ জন মহিলা। পুরুষ ও মহিলা অনুপাত ১০০.৩: ১০০ জন। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১,০১৫ জন। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%।
বাংলাদেশের মানুষের গড় আয়ু
বাংলাদেশের মানুষের গড়ে আয়ু ৬৭.২ বছর। পুরুষ ৬৬.১ বছর, মহিলা ৬৮.৭ বছর। স্বাক্ষরতার হার ৫১.৮% মাথাপিছু আয় ৮৪৮ মার্কিন ডলার।
বাংলাদেশের স্থানীয় সময়
বাংলাদেশের স্থানীয় সময় গ্রিনিচের সময় অপেক্ষা ৬ ঘণ্টা আগে। বাংলাদেশে মৌসুমি জলবায়ু বিরাজমান। গড় তাপমাত্রা ২৫.৭৫° সেলসিয়াস, গড়ে বৃষ্টিপাতের পরিমাণ ২০৩ সেন্টিমিটার। বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে। তবে সংখ্যাগরিষ্ঠ মুসলমান।
বাংলাদেশের অর্থনীতি
বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষিনির্ভর। বাংলাদেশ প্রতি বছর পণ্য রপ্তানি করে এবং বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে। বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্যগুলো হলো তৈরি পোশাক, চা, হিমায়িত চিংড়ি,চামড়া, কাচা পাট ও পাটজাত দ্রব্যাদি।
বাংলাদেশের প্রধান আমদানি দ্রব্যের মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী,অপরিশোধিত তেল, ঔষধ, শিল্পের কাঁচামাল,, কলকব্জা, রাসায়নিক দ্রব্য, খুচরা যন্ত্রণাংশ প্রভৃতি
বাংলাদেশের বিভাগ
বাংলাদেশের নযটি বিভাগ রয়েছে। তা হলো – চট্টগ্রাম,কুমিল্লা , রাজশাহী , খুলনা , বরিশাল , সিলেট , ঢাকা , রংপুর , সর্বশেষ ময়মনসিংহ বিভাগ। ১০ নং বিভাগ পদ্মা বিভাগ চালুর অপেক্ষামান। বাংলাদেশে সিটি করপোরেশন ১২টি, জেলা ৬৪ টি, উপজেলা ৪৯৫ টি, প্রশাসনিক থানা ৬৩৫ টি, ইউনিয়ন ৪,৫৬২ টি, পৌরসভা ৩১৫ টি এবং গ্রামের সংখ্যা ৮৭,১৯১ টি রয়েছে, যা বাংলাদেশকে একটি সক্রিয়তা দান করেছে।
নিউজ সংগ্রহ, জাকির সিকদার, গবেষক সাংবাদিক, রাজনৈতিক।
সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের।