বাংলাদেশ আ* ক্রমণের সাহস আছে ভারতের?

জিও পলিটিক্স বলে একটা কথা আছে জানেন তো। কাগজে কলমে হিসাব করে কখনো বিশ্ব রাজনীতির হিসাব-নিকাশ বোঝা যায় না। পৃথিবীর বড় দেশগুলো যদি ছোট দেশগুলোকে গিলে খেতো তাহলে পৃথিবীতে সিঙ্গাপুর, মালদ্বীপ,কিউবা নামের দেশগুলোর অস্তিত্ব থাকতো না। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ শুরু করে। যুদ্ধের প্রথমে বলা হচ্ছিল রাশিয়া ৪৮ ঘণ্টার মধ্যে পুরো ইউক্রেন দখল করে ফেলবে। তাহলে আড়াই বছরেও রাশিয়া কেন ইউক্রেন দখল করতে পারছে না??

এইবার আসি আসল কথায়। ভারত বাংলাদেশকে আক্রমণ করবে কিনা?? আমার উত্তর হচ্ছে- না। কারণ,

Exit mobile version