বাংলাদেশ ছাত্রলীগ লামা উপজেলা শাখার সম্মেলন ২৪ জানুয়ারী

সম্মেলন প্রস্তুত কমিটি সুত্রে জানা

ফটোক্যাপশন ঃ

সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):বাংলাদেশ ছাত্রলীগ লামা উপজেলা শাখার সম্মেলন আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।একইদিনে অনুষ্ঠিত হবে পৌর ও কলেজ ছাত্রলীগের সম্মেলন।এলক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যহ্লা মার্মাকে আহবায়ক এবং সাধারণ সম্পাদক মো.শাহীনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়।সম্মেলন প্রস্তুত কমিটি সুত্রে জানা যায়,গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রলীগের সম্মেলন সম্মন্ন করার লক্ষে ৫ও ৬ নমিনেশন ফরম বিক্রি,নমিনেশন ফরম জমাদানের শেষ তারিখ ১০,যাচাই বাছাই ১১,প্রত্যাহার ১৩, চুড়ান্ত প্রার্থী ঘোষণা ১৪ জানুয়ারি ঠিক করে ২৪ জানুয়ারি সম্মেলনের দিন ধার্য্য করা হয়।এতে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে প্রার্থীরা নমিনেশন ফরম সংগ্রহ করতে শুরু করেন। যাচাই বাছাইশেষে উপজেলা শাখায় সভাপতি পদে মো. শামিম মিয়া,মো,শহিদুল ইসলাম সাদ্দাম,মো.সাদ্দাম হোসেন রাকিব,বিপ্লব নাথ,এখ্যাইমং মার্মা,সাধারণ সম্পাদক পদে রুবেল হাসান,সজীব মল্লিক,মেহেদী হাসান রনি,পৌর শাখার সভাপতি পদে মো. রহিম উদ্দিন রাজু গাজী,সুমন মাহম্মদ,সাধারণ সম্পাদক পদে মহীন উদ্দিন শাওন,মো. ইকবাল হোসেন ইমন,ফখরুল ইসলাম হেলাল,কলেজ শাখায় সভাপতি পদে সালাউদ্দিন ভুঁইয়া নাহিদ,সাধারণ সম্পাদক পদে মো.খাইরুল ইসলাম বাপ্পি,আরিফুল হকের প্রার্থীতা চুড়ান্ত করা হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা,বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি মো. রাকিব হোসেন,উদ্বোধক হিসেবে বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি মো. কাউছার সোহাগ, প্রধান বক্তা হিসেবে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জনি সুশীল উপস্থিত থাকার কথা রয়েছে।শনিবার মুক্তিযোদ্ধা অফিসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এবস তথ্য জানিয়েছেন সম্মেলন প্রস্তুত কমিটি।এতে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মো. শাহীন।স্বাস্থ্যবিধি মেনে সম্মেলন করা হবে বলে জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন আহবায়ক মংক্যহ্লা মার্মাসহ কমিটির অন্যরা।এদিকে সম্মেলনকে ঘিরে প্রার্থীদের প্রচার প্রচরনা বেশ জমে উঠেছে।ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রাথীরা।ভোটারেরাও নানা হিসেব নিকেশ কষছেন বঙ্গবন্ধুর নিজহাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নের্তৃত্ব কাদের হাতে তোলে দিবেন।

 

Exit mobile version