বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত

সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার): আজ সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশন এর তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ১০ পদাতিক ডিভিশন রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। এ প্রতিযোগিতায় ইউপি ল্যান্স কর্পোরাল মোঃ মনিরুল ইসলাম শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সৈনিক মোঃ রোহান মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন। এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা করা যায়।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ; রামু সেনানিবাসের অফিসারগণ, জুনিয়র কমিশন্ড অফিসারগণ এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Exit mobile version