বাগেরহাটের  মোরেলগঞ্জে  পুকুরে সুন্দরী গাছ রেখে ফাঁসানোর চেষ্টা

বাগেরহাটের  মোরেলগঞ্জ  উপজেলার নিশানবাড়িয়া

এস.এম.  সাইফুল ইসলাম কবির:  বাগেরহাটের  মোরেলগঞ্জ  উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে বাড়ির পুকুরে রাতের আধারে সুন্দরী গাছ রেখে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, গুয়াতলা গ্রামের মৃত. আলহাজ্ব মাষ্টার নূরুল ইসলাম ফকিরের পুত্র রেজাউল ইসলাম ওরফে সোহাগ ফকিরের সাথে একই গ্রামের মৃত. আ: হাকিম ফকিরের পুত্র জসিম উদ্দিন গংদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধ ও ষড়যন্ত্রের জের ধরে গত ৬ মে গভীর রাতে বাড়ির আঙ্গিনার পুকুরে ৭ পিচ অনুমান ১০ সিএফটি পুরানো সুন্দরী বল্মীকাঠ রেখে বনবিভাগের মাধ্যমে উদ্ধার করিয়ে মিথ্যা বন মামলায় ফাঁসানোর চেষ্টা করে।
এ ব্যাপারে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আয়নাল হক জানান,রেজাউল ইসলাম ওরফে সোহাগ ফকির একজন বুদ্ধি প্রতিবন্ধী। সে এ অবৈধ ব্যবসার সাথে জড়িত নয়। সোহাগ ফকির প্রভাবশালী রোষানল থেকে রেহাই ও তার পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। #

Exit mobile version