বাগেরহাট জেলার শ্রেষ্ঠ এসআই বিকাশ দত্ত

এস.এম.  সাইফুল ইসলাম কবির:অভিন্ন মানদণ্ডের আলোকে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন মোরেলগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) বিকাশ দত্ত। মামলা, সাজা ও গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, মাদক ও চোরাই মালামাল উদ্ধারে সফল হওয়ায় ফেব্রুয়ারি মাসের জেলা শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কারে ভূষিত হন তিনি।

ফেব্রুয়ারী/২০২৩ মাসের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত মাসিক কল্যাণ সভায় এসআই বিকাশ দত্তর হাতে সম্মাননা সনদ তুলে দেন বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার   কে, এম, আরিফুল হক পিপিএম।
পুরস্কার লাভের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এ পুরস্কার মোরেলগঞ্জ বাসীর। তারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ সাইদুর রহমান স্যারের দিকনির্দেশনা ও সহকর্মী সকল পুলিশ অফিসারদের সহায়তায় আমি এ পুরস্কার লাভ করেছি। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা পুলিশ সুপার স্যারের প্রতি। যিনি পুরস্কারের জন্য মনোনীত করে কাজের মানোবল বাড়িয়েছেন দ্বিগুণ।#

Exit mobile version