সাহাব উদ্দিন রিটু,বান্দরবান:বান্দরবান জেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ
সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে।লামা উপজেলা কৃষক দলের আহবায়ক
কমিটি বিলুপ্ত করায় এই সংবাদ সম্মেলন হয়।শনিবার(২৫ জানুয়ারি) বেলা ১২টায়
লামা প্রেসক্লাব হলরুমে সংবাদ সমে¥লন করেন লামা উপজেলা কৃষক দলের
নের্র্তৃবৃন্দ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিলুপ্ত কমিটির আহবায়ক
জহিরুল ইসলাম।এসময় ভারপ্রাপ্ত সদস্য সচিব আয়ুব আলী সহ কৃষকদলের
নের্তৃবন্দৃরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে জহিরুল বলেন,গত ১২ আগষ্ট ২০২৩ ইং তারিখে আমাকে আহ্বায়ক ও আয়ুব
আলীকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করে ২১ বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রদান করেন
জেলা কৃষকদলের নেতৃবৃন্দ। সেই থেকে অক্লান্ত পরিশ্রমে উপজেলার ৭টি
ইউনিয়ন ও ১টি পৌরসভায় পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি
গঠন করে কৃষকদলকে পূর্নাঙ্গ মাত্রায় সচল করে কার্যক্রম চালিয়ে
আসছি।কমিটি প্রদানের পর থেকে প্রতিটি আন্দোলন,সংগ্রাম ও নেতাকর্মীদের
নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে
৭টি ইউনিয় ও পৌর এলাকায় সক্রিয় ভূমিকা পালন করছি।কিন্তু গত ২৩ জানুয়ারি
২০২৫ ইং তারিখ বান্দরবান জেলা নতুন কৃষকদলের সভাপতি বহিরাগত ইয়াসিনুল
হক চৌধুরী রিপন ও সাধারণ সম্পাদক অনুপ্রবেশকারী মনির হোসেন ভুইয়া
আমাদেরকে অবগত না করে আমাদের বিগত দিনের কষ্টের ফসল সুসংগঠিত লামা
উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্ত করেন।এর তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ
সম্মেলনের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই,বহিরাগত অনুপ্রবেশকারীরা যদি
লামায় কৃষকদলের কমিটি করতে আসে তাহলে তাদের অবাঞ্চিত ও প্রতিহত করা
হবে।আরও স্পষ্ট ঘোষণা করতে চাই,জোর পূর্বক কমিটি করতে চাইলে এতে কোন
ঝামেলা সৃষ্টি হলে তার দায়ভার অনুপ্রবেশকারী ও বহিরাগত বান্দরবান জেলা
কৃষকদলকে নিতে হবে।এসময় সংবাদ সম্মেলনে বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সদস্য
সচিব আয়ুব আলীসহ কৃষকদলের নের্তৃবৃরা উপস্থিত ছিলেন।
‘নির্বাচন দিতে হবে, তা হবে নিরপেক্ষ নির্বাচন’ : এ্যানি
লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন দিতে হবে,...