স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর শহরের বালুবাড়ী পশু হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার গরিব চায়ের দোকানদারদের রাস্তা নির্মানের জন্য সরকারীভাবে তাদের একমাত্র আয়ের অবলম্বন চায়ের দোকান ঘরগুলো উচ্ছেদ করা হয়েছে ফলে দোকানদারগুলো তাদের পরিবার পরিজন নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। তাদের পাশে সাবেক এলাকার কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা’র নিজস্ব অর্থায়নে খাদ্য এবং শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।
২৭ জানুয়ারী সোমবার এই খাদ্য ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ভ্যাটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা। খাদ্য ও কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এলাকার সাবেক কাউন্সিলর ও দিনাজপুরের ক্রীয়াঙ্গনে জনপ্রিয় টুর্নামেন্ট ‘৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট’ এর প্রতিষ্ঠাতা রেহাতুল ইসলাম খোকা। তিনি তার বক্তব্যে বলেন, হঠাৎ করে রাস্তা নির্মানের জন্য গরিবদের চায়ের ও পানের দোকান ঘরগুলো ভেঙ্গে ফেলা হয়েছে ফলে লোকজন বেকার হয়ে পড়েছে এবং পরিবার পরিজন নিয়ে তারা না খেয়ে দিন কাটাচ্ছে। আমি জানতে পেরে আমার নিজস্ব তহবিল হতে প্রতিজনকে ১০ কেজি চাল, ৫ কেজি আটা ও শীত নিবারণের জন্য একটি করে উন্নতমানের কম্বল বিতরণ করছি। প্রধান অতিথি জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম বলেন, উত্তরবঙ্গের মানুষ প্রতিবছর শীতের সাথে যুদ্ধ করে বেঁচে আছে। এসময় সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদের শীত নিবারণের জন্য কম্বল বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো উচিত। বিশেষ অতিথি জেলা ভ্যাটেরিনারী অফিসার ডাঃ আশিকা আকবর তৃষা বলেন, আর্ত মানবতার কল্যাণে সামাজিক জীব হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা এই সমস্ত মানুষের জন্য এগিয়ে এসেছেন। এটি একটি প্রসংশনীয় উদ্যোগ বলে আমি মনে করি।
ভূঞাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে পাওনা টাকা ও চেক ফেরত দেয়ার কথা বলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপ-সহকারি...