প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল দিনাজপুর জেলার সাধারন সম্পাদক শাহজালাল রোজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রায় ৪০ বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের মঈনুল রোডের বাড়িটি ফেরতের দাবী জানিয়ে বিবৃতিতে আরো বলেন, স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের অধিনায়ক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী ৩ বরের প্রধানমন্ত্রী স্বৈরাচার বিরোধী আন্দোলনের অপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়েই সেই বাড়ি থেকে বের করেদেওয়া হয়েছে এটি শুধু পতিত স্বৈরাচার শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার কারনেই বেগম খালেদা জিয়ার সাথে এমন অমানবীক আচরণ করা, এমনকি তাঁর মৌলিক নাগরিক অধিকার ক্ষুন্ন করা হয়েছে। আমরা শেখ হাসিনার বিচার চাই এবং সেই সাথে সাবেক এই প্রধানমন্ত্রীর ঢাকা সেনানিবাসের মঈনুল রোডের বাড়িটি ফেরতের দাবী করছি। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল আন্দোলন কর্মসূচী নিয়ে রাজপথে নামবে।