দিনাজপুর প্রতিনিধি ॥ ষড়যন্ত্রমূলক ২১ আগষ্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দকে মহামান্য আদালত কর্তৃক বেকসুর খালাস হওয়ায় দিনাজপুর জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে ২ ডিসেম্বর-২০২৪ সোমবার বিকালে শহরের জেলরোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় হতে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র নেতৃত্বে আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উক্ত আনন্দ মিছিলে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, আবু বক্কর সিদ্দিক, সোলায়মান মোল্লা, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল (পৌর বিএনপির সাধারণ সম্পাদক), সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা( সাবেক ইউপি চেয়ারম্যান), প্রচার সম্পাদক বাবু চৌধুরি, আইন বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম মানিক (জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি), জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল, সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোকসেদুল ইসলাম টুটুল, জেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাসু খান সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দল, কৃষকদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। আনন্দ র্যালী শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
চার ডিআইজি বাধ্যতামূলক অবসরে
পুলিশের চার উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত পৃথক চার আদেশে এ...