গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান ও কিছু কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের নিষেধাজ্ঞা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শেরে বাংলা নগরে জাতীয়তাবাদী কৃষক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। আমরা যখন ৫০ বছর পূর্তি পালন করছি, আমরা আমাদের সব অর্জন দেশে বিদেশে প্রতিফলিত করবো, দেশে বিদেশে সমাদৃত হবো, সেটাই আমাদের প্রত্যাশা ছিলো।
তিনি বলেন, কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা যখন স্বাধীনতার ৫০বছর পালন করছি, তখন বাংলাদেশ একটি অগণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বব্যাপি স্বীকৃত হলো। এ বাংলাদেশের একটি সংস্থা আমেরিকার নিষেধাজ্ঞা প্রাপ্ত হলো, কিছু কর্মকর্তা যারা বাংলাদেশের বিভিন্ন পদে আছেন, তাদের নিষিদ্ধ ঘোষণা করা হলো, এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার।